শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রবীণ মুরুব্বী দুদু মিয়া সাহেব আর আমাদের মাঝে নেই। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় মেয়র এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু।
মরহুমের লাশ সিলেট থেকে নিজ বাড়িতে পৌঁছালে শেষবারের মতো তাকে দেখতে শ্রীমঙ্গলে তার বাড়িতে ছুটে যান জনাব মো. মহসিন মিয়া মধু। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, দুদু মিয়া সাহেব ছিলেন একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব জনপ্রতিনিধি। তার মৃত্যু শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করার জন্য দোয়া করেন।
এ সময় মরহুমের বাড়িতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।