অপরূপা কিশোর যুব সংঘের আয়োজনে প্রাইজমানি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অদ্য রোজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাত ৮টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: আসাদ মিয়া, পিয়ার আলী, হাজী মো: সাইদ মিয়া, হান্নান মিয়া, মো: মারুফ মিয়া (মেম্বার, ২ নম্বর ওয়ার্ড), ইয়াবর মিয়া, জসিম উদ্দিন ও সাইফুর রহমান শিপু—এলাকার বিশিষ্ট মুরব্বিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নির্মল রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরূপা কিশোর যুব সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ বৈদ্য ও সেক্রেটারি অজয় সূত্রধর। এ সময় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গসহ অপরূপা কিশোর যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, খেলোয়াড়, দর্শক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।