ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথডরিয়াপাড়া এলাকায় অবস্থিত উজির বাড়ির মাঠ প্রাঙ্গণে সিঙ্গারবিল ইউনিয়নের উজির বাড়ি, দৌলত বাড়ি ও কাশিনগর কেন্দ্রভিত্তিক এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বিকাল ৪টায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব বাবুল মিয়ার সভাপতিত্বে এবং মনিরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম মোল্লা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার উদ্দিন ইকতার, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, বিজয়নগর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রিনা আক্তার, বিএনপি নেতা দিলীপ মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সহ-সিনিয়র সহ-সভাপতি আসমত আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, তিতাস পাড়ের অহংকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে মা-বোনদেরসহ সাধারণ ভোটারদের কাছে ভোটের গুরুত্ব তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ।
জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। “আপনার ভোট, আপনার অধিকার”—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আজকের এই সভা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।