
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের ঠেংগামারী পশ্চিমপাড়ায় অবস্থিত মোজাদ্দেদীয়া নূরানীয়া হাফেজিয়া এবতেদ্বায়ী (আলিয়া) মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাকু মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ জলিল তালুকদার বাড়ির মসজিদের ইমাম মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল তালুকদার, মোঃ বারেক শেখ, আহমদ, শেখ সিরাজ, আব্দুল খালেকসহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
বই বিতরণ অনুষ্ঠানে নতুন বছরের নতুন শ্রেণির বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা জানান, শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রিয় মাদ্রাসায় নতুন বই হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
শিক্ষার্থীরা আরও বলেন, মাদ্রাসার শিক্ষকগণ পড়ালেখার বিষয়ে অত্যন্ত যত্নবান। বিশেষ করে আবাসিক শিক্ষকরা তাদের সন্তানসদৃশ আদর-যত্ন ও আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের লালন-পালন করেন।
আয়োজকরা জানান, নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।