মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোনো প্রকার চোরাচালানী মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ জানুয়ারি (রোববার) বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ হরষপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ২০০০/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,৭৫,০০০/- (এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।
আটককৃত গাঁজা হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করে বিধি মোতাবেক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে সংরক্ষণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ মুকুন্দপুর বিওপি’র টহলদল সীমান্ত পিলার ২০০৮/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ সোহরাব মিয়া (৪০), পিতা—আলী আহম্মেদ, গ্রাম—বিটি দাউদপুর, পোস্ট—মুকুন্দপুর, থানা—বিজয়নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮৪,০০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও ১টি সিএনজি জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৫২,০০০/- (সাত লক্ষ বায়ান্ন হাজার) টাকা। আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থার জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও একই দিনে ভোর আনুমানিক ৫টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৩,৩৪০ পিস ভারতীয় চশমা, ১৬,৪৮৪ পিস চকলেট, ৩৯২ পিস ক্লপ-জি ক্রিম এবং ৬০ কেজি জিরা আটক করা হয়। এসব চোরাচালানী মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২৬,০১,৬৪০/- (ছাব্বিশ লক্ষ এক হাজার ছয়শত চল্লিশ) টাকা। আটককৃত মালামাল বিধি মোতাবেক আখাউড়া কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, অদ্য পরিচালিত অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ০১ জন আসামিসহ সর্বমোট ৩৫,২৮,৬৪০/- (পঁয়ত্রিশ লক্ষ আটাশ হাজার ছয়শত চল্লিশ) টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, সিএনজি, গাঁজা এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সাথে অব্যাহত রয়েছে।