নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে ১৮ জন মনোনয়ন ফরর্ম কিনেছিল। এদের মধ্যে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন।
আজ শনিবার ৩ জানুয়ারি টাঙ্গাইল জেলার রিপটার্নিং অফিসার কর্তৃক যাচাই-বাছাই ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়ে গৃহীত হয়েছে। বাকি ৫ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ এর এ কে এম আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আখিনুর মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রবিউল আউয়াল লাভলু,গণ অধিকার পরিষদের মো. কবীর হোসেন, টাঙ্গাইল আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমানে জাতীয় পার্টি (জেপি) থেকে বৈধতা পেয়েছে তারেক শামস খান। এছাড়াও রয়েছে বিগত আওয়ামী লীগের সময়ের পাতানো নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন বঞ্চিত হয়ে ধারাবাহিক ভাবে ২ বার সতন্ত্র নির্বাচন করা মুহাম্মদ আশরাফুল ইসলাম। এছাড়াও রয়েছে সদ্য বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সতন্ত্রের ব্যানারে আতিকুর রহমান।
হাসিনা পালালেও আওয়ামী লীগের লোকজন এখনো বিভিন্ন দলের সাইবোর্ডের নিচে আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে, এমনটাই মন্তব্য নাগরপুর-দেলদুয়ার উপজেলার সচেতন জনসাধারণের।