ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন।বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা না মেলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী হচ্ছে।
তীব্র এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কানাডা প্রবাসী যোশেফ দাশগুপ্ত যশো। যোশেফ দাশগুপ্ত যশো
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের উদ্যোগে পৌর শ্মশানঘাট কালীবাড়ী প্রাঙ্গণে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়।
অনেকেই কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া অসুস্থ সুভাষ কুর্মীকে আর্থিক সহযোগিতা করা হয়।
পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি জগৎ নারায়ণ চৌহানের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর'প্রাপ্ত শিক্ষক প্রণতেশ ঘোষ সেবু।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আগে স্বাগত বক্তব্য দেন পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সনজয় রায় রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটন, নির্মল বিশ্বাস প্রমুখ।