বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিলি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ০৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করা হয়।
বিএনপির নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে
গেছেন। তাঁর এই ত্যাগ ও অবদান জাতি। চিরদিন স্মরণ রাখবে। নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।