অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।গাজীপুর মহানগরীর পূবাইল বাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।
অভিনন্দন বার্তায় আইউব আলী ফাহিম বলেন, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর। ২০২৫ সালের সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামী প্রত্যুষে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে। সেই বছরটিতে যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন। এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ। ধনী দরিদ্র সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।