
রাজবাড়ী-১ আসনে জাকের পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।
সোমবার দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন) বলেন, এই নির্বাচন কেবল একটি আসনের নয়- এটি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনতার সরাসরি রায়।
নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন) বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
যেকোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজবাড়ী-১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এই পরিবর্তনের অগ্রযাত্রায় তিনি আপসহীনভাবে জনগণের পাশে থাকবেন।