
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের তপন শেখ ওরফে (তপন ফকিরের) বাড়ীতে মাঘীপূর্ণিমার পঞ্চম তিথিতে বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে বিগত ১৬ বছর যাবৎ নৌকায় ভেজানো দুধ চিতই পিঠা উৎসব পালিত হচ্ছে।
প্রতি বছরের মত এবারও এলাকাসহ দুর দূরান্তের ভক্ত বৃন্দরা তপন ফকিরের বাড়ীতে মাঘীপূর্ণিমা উপলক্ষে নৌকায় চিতই পিঠা উৎসব পালন করছে।
গত ১২, ১৩, ১৪ ফেব্রুয়ারী মহা ধুমধামের সথে নৌকায় চিতই পিঠা উৎসব পালিত হয়েছে, এক সারিতে ১৬ টি চুলায় ৩২ জন কিশোরী এবং নারী এই পিঠা বানিয়ে থাকে পরে সে পিঠা একটি নৌকায় দুধ,খেজুরের গুড় সহ ভেজানো হয় প্রতিদিন রাত ১০ টার দিকে আগত ভক্ত দর্শনার্থীদের মাঝে খাওয়ার জন্য বিতরণ করা হয়।
এই নৌকায় পিঠা উৎসব সম্পর্কে জাহিদ নামের একজন ভক্ত বলেন আমি গত ৮ বছর ধরে এখানে আসি আমার খুব ভালো লাগে এবং আমি একটি রোগ থেকে মুক্তি পেয়েছি।
নৌকায় কেন পিঠা বানিয়ে ভেজানো হয় এই প্রশ্নের জবাবে তপন ফকির বলেন আমি সালথা উপজেলার খলিশপুট্রি মরহুম মদন হাজীর ভক্ত ছিলাম সেখান থেকে আমি আমার গুরুর হুকুমে বিগত ১৬ বছর যাবৎ নৌকায় দুধ চিতই পিঠা বানিয়ে ভক্তবৃন্দদের খাওয়াইয়া আসছি আমার জীবদ্দশায় খাওয়ানোর চেষ্টা করবো।
ঝাড় ফুক তদবির দাওয়া সম্পর্কে বলেন আমার নিকট যারা নালিশ ( রোগের কথা) দেয় তাদের আমি সাধারণ কিছু চিকিৎসা দিয়ে থাকি এতেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়।
প্রতি বছর এই নৌকায় পিঠা ভেজানো উৎসব দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ পাশে বসে বাহারী মেলা বিভিন্ন কসমেটিক, শিশুদের জন্য খেলনা,মুড়ি মুরকি ফুচকা চটপটি আরো কত কিছু।