সাংবাদিকতায় নীতি, নৈতিকতা, একতাবদ্ধতা, সত্য ও ন্যায়ের পথে অবিচল সংবাদ প্রকাশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্বারক রেজি নং- ২৬৯)-এর কমিঠি পূর্ণ গঠন করা হয়েছে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে (৩য় তলা সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক প্রধান শাখা এর বিপরীতে) ১১ ডিসেম্বর- বৃহস্পতিবার বিকালে সর্বসম্মিতক্রমে চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী-কে সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ-কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি এড: স্বপন কুমার দেব (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), সহ-সভাপতি পিন্টু দেবনাথ (দৈনিক আমার বার্তা/ এনটিভি-ইউরোপ-কমলগঞ্জ), যুগ্ন সাধারণ সম্পাদক- সাইদুল ইসলাম, (দৈনিক খবরপত্র-রাজনগর), সহ-সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক- মঈনুল হক (সংবাদ সারাদেশ), সাংগঠনিক সম্পাদক- আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/ দৈনিক প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- জাহেদুল ইসলাম পাপ্পু ( আমার কুলাউড়া), সহ- প্রচার সম্পাদক- মো: ইমরান হোসেন ( দৈনিক সংবাদ প্রতিদিন)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- চিনু রঞ্জন তালুকদার, সদস্য- দৈনিক গণমুক্তি, মোনায়েম খান (দি এশিয়ান এইজ), তিমির বণিক, সদস্য- দৈনিক নাগরিক ভাবনা, পলাশ দেব নাথ, সদস্য, জালালুর রহমান, সদস্য-দৈনিক খবরপত্র (জুড়ী), বিজয় শাহ, সদস্য- দৈনিক আজকালের সংবাদ, মনির আহমদ- দৈনিক মৌমাছি কন্ঠ, এনামুল হক আলম- (দৈনিক মৌমাছি কন্ঠ), শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), বিকাশ দাশ, মোহনা টেলিভিশন, এম.এ ওয়াহিদ রুলু, দৈনিক ইনকিলাব-(কমলগঞ্জ), জ্যোতির্ময় চক্রবর্ত্তী, সদস্য-দৈনিক রুপবানী, মো: মোস্তফা বখস ( দৈনিক ঘোষনা), ছাদিকুর রহমান (সাব্বির) ( দৈনিক দে প্রতিদিন), স্মরন সিং ( দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক বর্তমান বাংলা )। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত কমিটি পূর্ণ গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উক্ত সংগঠনের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) এড: স্বপন কুমার দেব। অনুষ্ঠান শেষে নব নির্বাচিত সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যান্যদের ফুল দিয়ে বরণ করে নেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সদস্য ও নেতৃবৃন্দ।