দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ,গর্বে আগামীর শুদ্ধতা'' এই স্লোগানকে সামনে রেখ । গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার সহ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. রাশেদুল হক রায়হান।