বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পূবাইলের মাঝুখানে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (০৮ ডিসেম্বর )সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ড এর মাঝুখান দারুল আবরার রহমানিয়া মাদ্রাসার মাঠ এই দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গম্ভীর ও আবেগঘন পরিবেশ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও গাজীপুর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি,৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল,পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক হাজী মনসুর আলী,যুগ্ন সম্পাদক রাকিব মোল্লা,পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া ও এম নজরুল ইসলাম, পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান রাজিব, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুল,সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন,৪০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান মুন্সী,৪০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউল আলম, ৪০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল খান,যুগ্ন আহবায়ক আওলাদ হোসেন,পূবাইল থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান কাজল, সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন, পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,পূবাইল থানা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,পূবাইল থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খালেদ মোশাররফ, পূবাইল থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহিরুল হোসেন বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু সাঈদ সরকার, রাজিব ভূইয়া,পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজমিন খান,পূবাইল থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব মিয়া সহ পূবাইল থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয় এবং তবারক বিতরণ করা হয়।