নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৫ তম জন্মদিন ও ৯৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখা নেতৃবৃন্দ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
ছাত্রফ্রন্ট সভাপতি মোঃ রমজান আলী বলেন, আজ (৯ই ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। বাংলার নারী শিক্ষা, অধিকার ও সমাজ পরিবর্তনের মহান আলোকবর্তিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে আমরা স্মরণ করি তাঁর বিপ্লবী চিন্তা, মুক্তির আকাঙ্ক্ষা এবং সংগ্রামী জীবনকে।
তিনি আরও বলেন, বেগম রোকেয়া মিঠাপুকুরের কৃতি সন্তান। তিনি ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ, যার কলম সমাজের অন্ধকারে আলো জ্বালিয়েছে।
নারীর জাগরণে তাঁর অবদান আমাদের আগামী পথচলার অনুপ্রেরণা হয়ে আছে।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখা নারী শিক্ষা, অধিকার ও সমতার পথচলায় বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে।
বেগম রোকেয়া চির অমর হোন তাঁর কর্মে, চিন্তায়, আদর্শে।
শ্রদ্ধাঞ্জলি।