সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগরী পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল ও সেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে ৩৯ নম্বর ওয়ার্ড হায়দারাবাদ মজিবুর মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরকার, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কামরুজ্জামান কাজল,হায়দরাবাদ জুট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম সেন্টু হাওলাদার, পূবাইল থানা বিএনপি সহ সভাপতি সোলেমান সরকার, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের ক্রিয়া সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, শহীদ জিয়া পরিষদের গাজীপুর মহানগর সদস্য আব্দুল হাইসহ ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।