ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুইটি পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় উন্নতমানের সানগ্লাস জব্দ করা হয়।
প্রথম অভিযান
রাত ৪ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগারবিল বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ২০১৭/১-এস থেকে প্রায় ৬০০ গজ অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪৭ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৮০০ টাকা।
দ্বিতীয় বিশেষ অভিযান
রাত ১টা ৩০ ঘটিকায়, আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬,৫০৮ পিস ভারতীয় উন্নতমানের সানগ্লাস জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫৪,২৯,০০০ টাকা।
জব্দ করা ইস্কফ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরদপ্তরে পাঠানো হয়েছে এবং সানগ্লাসসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সর্বমোট জব্দ
দুই অভিযানে মোট ৫৪,৮৭,৮০০ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার করেছে ২৫ বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাজুড়ে সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি নিশ্চিত করেছে।