ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর ১ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় শ্রীপুর বাজার সংলগ্ন মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া এবং সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সিংগারবিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন ভুইঁয়া,
সদস্য মোঃ মিজানুর রহমান,
সহ-সভাপতি মোঃ সরকার মিয়া (মেম্বার),
সদস্য মোঃ আলী হোসেন,এবং
১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দরুদ শরিফ পাঠসহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের মানুষ যেন তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন। একই সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে— জনগণ এখনো তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে।