রাজবাড়ীর গোয়ালন্দে প্রজন্মের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি চুড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত গোয়ালন্দ বাসস্ট্যান্ডে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাস বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ ভেটার বাংলাদেশ( ডাব্লিউ বিবি) ট্রাস্টের উদ্যোগে ও সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট ভেটা), ডাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শেখ রাজীব সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেনপায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মজিবর রহমান খান জুয়েল, দৈনিক অর্থনীতির সাংবাদিক মো. শফিকুল ইসলাম শামীম,গোয়ালন্দ মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন,
ব্যবসায়ী শামীম মোল্লা ও টিটন সরদার বক্তব্য রাখেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তামাক কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি,করব্যবস্থা আধুনিকীকরণ, একটি সরল, ন্যায়সংগত ও প্রয়োগযোগ্য কর কাঠামো, শক্তিশালী মনিটরিং এর ওপর জোর দাবি জানানো হয় । নির্ভরযোগ্য ডেটা ভবিষ্যতের তামাক করনীতি আরও কার্যকর করবে এবং জনস্বাস্থ্য ও রাজস্ব ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করেন।