ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফকিরপাড়া মোড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পত্তন ইউনিয়ন যুবদল ও বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর, সোমবার বিকাল ৪টায় আয়োজিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুম শাহ এবং সঞ্চালনায় ছিলেন পত্তন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার মিয়া।
এ-সময় বক্তব্য প্রদান করেন
পত্তন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার,
সৌদি প্রবাসী, বিএনপির নিবেদিতপ্রাণ মোঃ রহমত আলী,
পত্তন ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুম শাহ,
স্থানীয় নেতা মোঃ ইউনুছ শাহ।
এসময় যারা উপস্থিত ছিলেন
মোঃ আনোয়ার শাহ, মোঃ বাপ্পি সরকার, মোঃ বিল্লাল শাহ, মোঃ মুখলেস সরকার, মোঃ আনু মিয়া, মোঃ নুর ইসলাম তালুকদার, মোঃ ইব্রাহিম সরকার, মোঃ মিলা মিয়া, মোঃ জমাদ্দার ভুঁইয়া, মোঃ জয়নাল তালুকদার, মোঃ জাকির শাহ, মোঃ এসডু ভুঁইয়া, মোঃ সুহেল শাহ, মোঃ সোহাগ মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাদের উঠে আসা বক্তব্যে
বক্তারা বলেন, “আমাদের নেতা তিতাসপাড়ের অহংকার, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর দিকনির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়নের বিভিন্ন দোকান, বাজার ও রাস্তার পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছি।”
তারা আরও বলেন, “প্রতিটি মানুষের কাছে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর সালাম পৌঁছে দিয়েছি এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছি।”