১৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রূপনগর এলাকায় তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. তৌহিদ খান (৫৫)। তিনি পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত ফরিদ আহাম্মদ খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
ঘটনাটি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।