ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের সফল অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি বিশেষ টিম চান্দুরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি তোফাজ্জল হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়:
নাম: মোঃ তোফাজ্জল হোসেন (২৫)
পিতা: রমজান মিয়া
মাতা: পারভীন বেগম
ঠিকানা: আলাদাউদপুর, ইউনিয়ন: চান্দুরা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
ঘটনার সংশ্লিষ্টতায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিনিয়মে একটি মামলা দায়ের করা হয়েছে।