ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সামান্য ধাক্কাকে কেন্দ্র করে-গ্রাম পুলিশ মো. দেলোয়ার মিয়া (৪০) নামের এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত দেলোয়ার মিয়া চানপুর গ্রামের গ্রাম পুলিশ মৃত তুতা মিয়ার- তৃতীয় ছেলে ও অটো চালকের পাশাপাশি, পেশায় গ্রাম পুলিশ ছিলেন।
১৪ নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১২টার দিকে আউলিয়া বাজার মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল জেনারেল স্টোরের মালিক মো. বিল্লাল মিয়ার মোটরসাইকেলে ভুলবশত দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগলে অটোচালক মোহাম্মদ দেলোয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চান।
তবে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া - একটি কাঠের রোল এনে দেলোয়ারের ঘাড়ের বাম দিক ও মাথার নিচে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে মোহাম্মদ দেলোয়ার মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ দেলোয়ার মিয়াকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বিল্লাল মিয়া দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের ছেলে মো. মুন্না বলেন, “আমি আমার বাবার হত্যাকারীর সঠিক ও কঠোর শাস্তি চাই।” নিহতের স্ত্রী মোসাম্মৎ কাজল বেগম বলেন, প্রশাসনের কাছে আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই। তিনি আরো জানান ছোট্ট একটি বিষয় নিয়ে, আমার সন্তানদেরকে এতিম বানিয়েছি তাই আমি আমার স্বামীর হত্যাকারীদের ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”