
জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ)–এর বেছালত (ওফাত) স্মরণে মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৬ আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ফরিদপুরের ঐতিহাসিক বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বাদ আছর জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে সম্মেলনের তারিখ ঘোষণা করেন জাকের পার্টির সু-মহান পতিষ্ঠাতা বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।
ঘোষণার মুহূর্তে চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে তাকবীরের ধ্বনি। বহু অনুসারীর চোখে অশ্রু ঝরতে দেখা যায়, সৃষ্টি হয় গভীর আবেগঘন এক দৃশ্য।
তারিখ ঘোষণার পূর্বে তেলাওয়াতে কালামে পাক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জাকের পার্টির জেলা ও মহানগর সভাপতি, সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকগণ, এবং জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত–অনুসারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।