গাজীপুর মহানগরের ৪২ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এ. কে. এম. ফজলুল হক মিলন–এর ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্র বার আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী সাফিউদ্দিন সরকার একাডেমীর সহকারী অধ্যাপক জনাব বেলায়েত হোসেন, ৪২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আবুল হোসেন, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাহাদ মোমেন।
এছাড়া উপস্থিত ছিলেন পুবাইল মেট্রো থানা যুবদল নেতা সোহেল মাহমুদ, কাকন সরকার,সোহেল খান বিশিষ্ট দলিল লিখক নজরুল ইসলাম শিপন, শ্রমিক দল নেতা আব্দুর রব, মহিলা নেত্রী শিউলি বেগম বিএনপি নেতা শুক্কুর আলী, মজলিশ খান, শহিদুল্লাহ খান, সেলিম,সুজন সহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ জানান—আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ অব্যাহত থাকবে। তারা জনগণের কাছে পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।