
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির উদ্যোগে ছাত্রফ্রন্ট, মহিলা ফ্রন্ট ও ছাত্রীফ্রন্টের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর ) বিকেলে ঘাটাইল সদর এলাকায় অবস্থিত সোনারতরী পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি টাঙ্গাইল জেলা পূর্বের সভাপতি ও টাঙ্গাইল–০৩ (ঘাটাইল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান আতিক,
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টি।
মহিলা ফ্রন্ট ও ছাত্রীফ্রন্টের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়া, সভানেত্রী জাকের পার্টি মহিলা ফ্রন্ট, টাঙ্গাইল জেলা এবং সালেহা রহমান, সভানেত্রী জাকের পার্টি ছাত্রীফ্রন্ট, টাঙ্গাইল জেলা।
সভায় সভাপতিত্ব করেন মোঃ রমজান আলী, সদস্য কেন্দ্রীয় কমিটি ও সভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট টাঙ্গাইল জেলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনছুর আলী, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট টাঙ্গাইল জেলা।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রিপন মিয়া, সভাপতি জাকের পার্টি বস্তহারা ফ্রন্ট, টাঙ্গাইল জেলা এবং জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত শাহ সূফী খাজা বাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে জাকের পার্টিকে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
তারা একযোগে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।