Dhaka 12:10 am, Tuesday, 8 July 2025

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নলতায় তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফ সমাপ্ত  

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নলতায় তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফ সমাপ্ত  

এস এম শাহাদাত,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ। গত ৯ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ওরস শরীফ। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর থেকে মিলাদ শরীফ ও আলোচানা শুরু হয়ে সকাল সাড়ে ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৯,১০ ও ১১ ফ্রেব্রুয়ারি, রোজ রবিবার, সোমবার ও মঙ্গলবার তিন দিনব্যাপি পীর কেবলার ৬১ তম বার্ষিক ওরছ শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করেন খানবাহাদুর আহছানউল্লা (র.) ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এঁর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা করা হয়।

আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নলতা শরীফ এলাকা ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দু’হাত তুলে মহান আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মুসুল্লিরা আকুতি জানান। এ সময় কারো দুই চোখ ছিল মুদিত, কারো দৃষ্টি ছিল সুদূরে প্রসারিত।

আর থরথর কম্পমান দুই ঠোঁটে মৃদুস্বরে উচ্চারিত হয়েছে আমিন আমিন ধ্বনি। আল্লাহুমা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে নলতা শরীফ। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহভিক্ষা করছিলেন তারা। মোনাজাতে নলতা শরীফে লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পরই নলতা শরীফসহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে। আগে যাওয়ার জন্য মুসল্লিরা তাড়াহুড়ো করতে শুরু করে। ফলে সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক এবং সংযোগ সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উক্ত ৩দিন ব্যাপী ওরছ শরীফে আগতদের মধ্যে দেখেছি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা।

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, সাহিত্যিক, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ  খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্মৃতি বিজড়িত সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৬১ বছর যাবৎ এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরসে আহছানিয়া তরিকার ধর্মীয় আচারের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অত্যান্ত শান্তিপুর্ন ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফের সফল পরিসমাপ্তি ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিমলায় রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নলতায় তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফ সমাপ্ত  

Update Time : 07:43:01 pm, Tuesday, 11 February 2025

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নলতায় তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফ সমাপ্ত  

এস এম শাহাদাত,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ। গত ৯ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ওরস শরীফ। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর থেকে মিলাদ শরীফ ও আলোচানা শুরু হয়ে সকাল সাড়ে ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৯,১০ ও ১১ ফ্রেব্রুয়ারি, রোজ রবিবার, সোমবার ও মঙ্গলবার তিন দিনব্যাপি পীর কেবলার ৬১ তম বার্ষিক ওরছ শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করেন খানবাহাদুর আহছানউল্লা (র.) ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এঁর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা করা হয়।

আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নলতা শরীফ এলাকা ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দু’হাত তুলে মহান আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মুসুল্লিরা আকুতি জানান। এ সময় কারো দুই চোখ ছিল মুদিত, কারো দৃষ্টি ছিল সুদূরে প্রসারিত।

আর থরথর কম্পমান দুই ঠোঁটে মৃদুস্বরে উচ্চারিত হয়েছে আমিন আমিন ধ্বনি। আল্লাহুমা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে নলতা শরীফ। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহভিক্ষা করছিলেন তারা। মোনাজাতে নলতা শরীফে লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পরই নলতা শরীফসহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে। আগে যাওয়ার জন্য মুসল্লিরা তাড়াহুড়ো করতে শুরু করে। ফলে সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক এবং সংযোগ সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উক্ত ৩দিন ব্যাপী ওরছ শরীফে আগতদের মধ্যে দেখেছি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা।

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, সাহিত্যিক, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ  খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্মৃতি বিজড়িত সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৬১ বছর যাবৎ এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরসে আহছানিয়া তরিকার ধর্মীয় আচারের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অত্যান্ত শান্তিপুর্ন ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফের সফল পরিসমাপ্তি ঘটেছে।