স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে বরগুনার শিক্ষকদের সংবাদ সম্মেলন রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ লিখিত বক্তব্য জানান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব, হোসনেয়ারা ছবি, গোলাম রহমান, এইচ এম খলিলুর রহমান, মেহেদী হাসান কামাল, সাইফুল ইসলাম বাদল, হারুনুর রশিদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম রাজু, কে এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৩ সালের জাতীয় শিক্ষা কমিশন এবং ২০১০ সালের শিক্ষানীতিতে মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার সুপারিশ থাকলেও গত ১৫ বছরে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। বরং কলেজভিত্তিক নীতির কারণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রশাসন ও শিক্ষকরা বঞ্চিত হয়েছেন।তারা অভিযোগ করেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলেও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন হয়নি। অথচ শিক্ষা প্রশাসনের সংস্কার পরিকল্পনা, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সাম্প্রতিক জাতীয় কর্মশালার সুপারিশে পৃথক মাধ্যমিক অধিদপ্তরের প্রয়োজনীয়তা বারবার উঠে এসেছে।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো, অবিলম্বে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও গেজেট প্রকাশ। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ এবং কলেজের মতো চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন। আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা। বিদ্যালয়ের পরিদর্শন শাখার সব শূন্য পদে পদোন্নতি ও পদায়ন। প্রায় ছয় হাজার শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরি বিষয়ে বিষদ আলোচনা হয়।