মাদকবিরোধী 'জিরো টলারেন্স' অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা আটক করা হয়েছে।
গত ৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ বালাপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বানিরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৯০/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ভারতের অভ্যন্তর থেকে এক ব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে সীমান্তের দিকে এগিয়ে আসে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।