নতুন কমিটিতে সৎ নেতৃত্ব আনার তাগিদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা তারেক পরিষদ-এর উদ্যোগে শুক্রবার কৃষ্ণনগর খান মার্কেটে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব নিয়ে আসার বিষয়ে জোর তাগিদ দিয়েছেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মাওলানা ফরহাদ হোসেন ফরিদীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তারে পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদলনেতা এডভোকেট আবু ইউসুফ,, সম্মেলন উদ্বোধন করেন নবীনগর উপজেলা তারেক পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ হুমায়ূন কবীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তারেক পরিষদের সভাপতি নূরে আলম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তারেক পরিষদের সহ-সভাপতি এডভোকেট শওকত কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক লতিফুর রহমান আল আমিন। আবুল খায়ের সিনিয়র সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা,অনুষ্ঠানে করেন কামাল মিয়া,, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর উপজেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়াও নবীনগর উপজেলা তারেক পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।