
শেখ আব্দুর রাজ্জাক,রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলা প্রাচীন ফসল যব।যব মানুষের জন্য শক্তিশালী পুষ্টিকর খাবার যা মানুষের খাদ্যর ঘাটতি পূরণ এবং শরীরে শক্তি সঞ্চয় করে। যবের ছাতু সকলের প্রিয়, অতীতে মানুষে কিছু সময় যবের ছাতু খেয়ে ক্ষুধা নিবারন করত। যব শুধু মানুষের খাদ্য নয় গরু, ছাগল, হাস ,মুরগী, ও পাখির খাদ্য হয়ে থাকে। বর্তমান প্রজন্মের অনেকেই যব নামক একটা ফসল আছে জানেনা বা চিনে না।অতীতে প্রত্যেক কৃষকেরা কিছু না কিছু যব চাষ করত এখন সেটা সরাচর দেখা যায় না। রবি মৌসুমে আরো কিছু ফসল আছে যেমন চিনা, কুসুম, তিসি, ছোলা, এ ধরনের ফসল বর্তমানে কৃষক রা তেমন চাষ করেনা, আর চিনা তো নেই বললেই চলে। গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে অল্প পরিমাণে যবের চাষ হয়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড ফকির পাড়া গ্রামের আঃ ওহাব নামের একজন কৃষক বলেন আমি ১০ কাঠা জমিতে যবের চাষ করেছি গরু ছাগলের কাঁচা ঘাস হিসাবে খাওয়ানোর জন্য। উজানচর ইউনিয়ন ১নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা এলাকায় কৃষক লফো প্রামাণিক বলেন আমি অল্প জমিতে যব চাষ করেছি গরুর ঘাস হিসাবে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার আনন্দ কুমার বিস্বাস বলেন এ বছর এই উপজেলায় ১৩ হেক্টর জমিতে যবের চাষ হয়েছে। তিনি আরও জানান বর্তমানে কৃষকেরা যবের চাষ তেমন করেনা।অনেক কৃষক বলেন অতীতের অনেক ফসল বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সকলের এ ধরনের ফসল অতি গুরুত্ব সহকারে চাষ করা দরকার, যাতে অদূর ভবিষ্যতে এ সব বিলুপ্ত না হয়ে যায়।
ছবি সংযুক্ত ঃ ছবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যদু ফকির পাড়া এলাকা থেকে তোলা।