
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দদীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ ৫৯নং ওয়ার্ড কদমতলি থানা জাকের পার্টির জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তারা বলেন ” জাকের পার্টি সংঘাত- হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না। “আমরা সব পথ মতের মানুষের প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনৈতিক করেছি এবং করব।” মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাচ্ছি, জনগন সাড়া দেয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। আগামী নির্বাচনে জাকের পার্টি ৩ শ’আসনে নির্বাচনে প্রার্থী দিতে প্রস্তুত। জাকের পার্টি অনেক আগে থেকেই বলে আসছে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ই-ভোটিং এর বাস্তবায়ন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
অনুষ্ঠান শেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং তাবারক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 
















