
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদীর নির্দেশে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচি ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় দেড় মাস ব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে তারই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শনিবার ভাওয়ালগড় ইউনিয়নের ফকির মার্কেট এলাকায় কফি হাউজে ভাওয়ালগড় ইউনিয়নে জাকের পার্টির সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি গাজীপুর জেলার সভাপতি এডভোকেট এ.এন.এম মনিরুজ্জামান লাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ঢাকা বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম জিয়াউর রহমান ফেলু, গাজীপুর জেলার সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ডা.জুয়েল কবির,গাজীপুর সদর থানার সভাপতি নাসির উদ্দীন পালোয়ান,গাজীপুর সদর থানার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের ঢাকা বিভাগের সহ-সাধারণ সম্পাদক মাওলানা রায়হান মাহামুদ গাজীপুরী, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, জাকের পার্টি কালীগঞ্জ পৌরসভার সভাপতি মোস্তফা কামাল আরমান প্রমুখ।
জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে র্যালী করা হয়।
জনসভায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের জেলা,উপজেলা, ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদকঃ 
















