আর্ত মানবতার কল্যাণে গঠিত সম্পন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন হোসাইন ফাউন্ডেশন এর উদ্যোগে ২০২৫ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য' বিশিষ্ট সমাজসেবক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (কবি ও লেখক) মো. আমিনুল ইসলাম।
এ সময় সংগঠনের উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- হোসেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ও কাউন্সিলর (ইউকে) এবং বিশিষ্ট সমাজসেবক কায়সার মাহমুদ হোসাইন লিমন।
এই অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ মুস্তাফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।