চট্টগ্রামের ইস্পাহানী গেট সংলগ্ন মোহরার বাসা থেকে ১২ বছরের কিশোর সাইমন আজ সকাল থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সাইমনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য পান, তবে অনতিবিলম্বে 01929173872 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করে বলা হয়েছে, "আপনাদের সামান্য সহযোগিতাই আমাদের জন্য অনেক মূল্যবান। দয়া করে পোস্টটি শেয়ার করুন এবং সাইমনের খোঁজ পেতে সাহায্য করুন।"
নিখোঁজ সাইমনের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।