ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহল দল ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ২টা ১০ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩,২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি এবং একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।
এছাড়া, ৬ সেপ্টেম্বর (শনিবার) পৃথক আরেকটি অভিযানে বিজিবি সদস্যরা আনুমানিক ৬১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা, আতশবাজি ও তারাবাতি জব্দ করে। একই অভিযানে আরও ৬৬ হাজার ৯৫০ টাকা মূল্যের ১২৩ বোতল ইস্কাফ, ৮ বোতল মদ ও ২৩ বোতল বিয়ার আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তারা বদ্ধপরিকর। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।