চরপাতা ইউনিয়নের ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। চরপাতা ইয়ুথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গাজিনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানাতে শনিবার বিকেলে চরপাতা ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র ইউনিয়ন সেক্রেটারি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ জাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
> “তরুণ সমাজকে সুস্থ ধারায় গড়ে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চরপাতা ইয়ুথ ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও আমরা খেলাধুলা ও যুব উন্নয়নে পাশে থাকব।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপাতা ৫নং ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি ডা. মমিন হোসেন, চরপাতা ইয়ুথ ক্লাবের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী। তারা বিজয়ী গাজিনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দলগত চেতনা, সুস্থ প্রতিযোগিতা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করবে।