যশোর জেলার খাজুরা সাংগঠনিক থানায় ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ মিশন অনুষ্ঠিত হয়েছে।
মিশনে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংগঠনিক বিভাগ ও জেলার সভাপতি হাজী মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর মাহাত্ম্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং জাকের পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে মানবকল্যাণে অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলার অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং সংগঠনের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজনে সভাপতিত্ব করেন খাজুরা সাংগঠনিক থানার সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী ও প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।