
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা বাজারের ডেকোরেটর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ী ০৩/০২/২০২৫ তারিখ ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়।
সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইল কর্তৃক আয়োজিত পরিদর্শক জনাব মোঃ আব্দুল মান্নান কর্তৃক গঠিত রেইডিং টীম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুরেন মায়িশা খানের নেতৃত্বে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদকদ্রব্য সেবনকারী/ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামীঃ মোঃ জাহাঙ্গির মোল্যা(৪৪), পিতাঃ, মোল্যা রবিউল ইসলাম, মাতাঃ রুবিয়া বেগম, সাং-ইতনা, থানাঃ লোহাগড়া , জেলাঃ নড়াইল।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১টি মামলা রুজু করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- অর্থদন্ড প্রদান করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।