
জাকের পার্টির রন্ধন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সোবহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
এক শোকবার্তায় চেয়ারম্যান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন,“জাকের পার্টির সূচনালগ্ন থেকে দলীয় কর্মকাণ্ডে এডভোকেট আব্দুস সোবহান যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।”
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমিন। দলের প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 
















