
যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফারিয়া নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) সকালে, যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাসস্টপ এলাকায়। ফারিয়া প্রতিদিনের মতো খাজুরা হাই স্কুলে যাওয়ার পথে একটি লোকাল বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে খাজুরা হাই স্কুলের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। তারা ৭ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা, এবং ফারিয়ার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার।
দীর্ঘক্ষণ সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন শুধু ফারিয়ার জন্য নয়, বরং নিরাপদ সড়কের দাবিতে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আওয়াজ।
স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত সময়ের মধ্যে দায়ীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয় এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হয়।
ফারিয়ার মৃত্যু যেন আরেকটি সংখ্যা না হয় — এমন প্রত্যাশা সবার। নিরাপদ সড়ক নিশ্চিত করাই সময়ের দাবি।
মোঃ মনির হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধিঃ 
















