
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ডের কলের বাজার এলাকায় কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কমিটি তে আওয়ামী লীগ নেতা থাকায় তা বাতিল করে যুবলীগ নেতা দিয়ে কমিটি গঠনের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
অভিযোগ ওঠেছে মেয়াদ থাকার পরও আ’লীগ এর লোক কমিটিতে আছে এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন বিএনপি আলীম, পূবাইল থানা বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ নূরালী, ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এড নজরুল ইসলাম খান, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন খানের নেতৃত্বে মোটা অংকের টাকার বিনিময়ে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠিত হয়েছে, যার সভাপতি ও সাধারণ সম্পাদক দুই জন ই যুবলীগ নেতা।
খোজ নিয়ে জানা গেছে গত ২৩/৮/২০২৩ ইং তারিখে নির্বাচনের মাধ্যমে কলের বাজার পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে সদস্যদের ভোটে বাজার পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয় শামীম খান ও সাধারণ সম্পাদক লূৎফর রহমান, যার মেয়াদকাল ছিল ২৪/৮/২০২৬।
প্রশ্ন ওঠেছে কিসের স্বার্থে এই আ’লীগ নেতাদের পুনর্বাসন করছে বিএনপি নেতারা, এ বিষয়ে সাংবাদিকদের সাথে মুঠো ফোনে কথা হয় পূবাইল থানা যুবদল আহবায়ক মুজিবুর রহমান রাজিবের সাথে, তিনি জানান, কে বা কারা কমিটি করেছে আমি জানি না,আর এই কমিটি আমি মানি ও না।কারণ এখানে পূবাইল থানা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক যায়নি।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজিব ভূইয়া সাংবাদিকদের জানায়,বাজারে বিএনপি করে এমন অনেক দোকানী বাজারে আছে তাদের দিয়ে কমিটি করা যেতে পারত।
এ ব্যাপারে সদস্যদের ভোটে নির্বাচিত সভাপতি শামীম খানকে মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।