
মহা পবিত্র ৭ই সফর, বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ছাহেবের আরবি ফাতেহা শরীফ ২০২৫ ইং উপলক্ষে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫জুলাই শুক্রবার বাদ মাগরিব হতে গোয়ালন্দ বাজার রোস্তম হাজেরা ম্যানসনের নিচ তলায় উক্ত মিশন সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের মাধ্যমে মিশন সভা শুরু হয়, মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ শহিদুল ইসলাম সভাপতি গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি ওলামা ফ্রন্ট।
গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ মঙ্গল শেখের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ শাহীন শেখের সঞ্চলনায়, মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সুরুজ আালী খান সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দীন প্রামাণিক সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট।
আরো উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। মোঃ মকিম শেখ সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। আঃ রাজ্জাক শেখ যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। মোঃ সোহেল শেখ যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ পৌর জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফন্ট ও জেলা উপজেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সকল নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
মিশন প্রধান তার বক্তব্যে বলেন আগামী ২ রা আগষ্ট শনিবার বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেবের মহা পবিত্র আরবি ফাতেহা শরীফ, অতি ধুমধামের সহিত বিশ্ব জাকের মন্জিল বাইশ রশি পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকল আসেকান জাকেরান ধর্ম প্রান মুমিন মুসলমানগণ ও দলমত নির্বিশেষে সকল মানবকূল দলে দলে যোগদান করার জন্য আহবান করেন। তিনি আরও বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানবকূল মহতী অনুষ্ঠানে যোগদান করে পরম আত্মার শান্তি লাভ করুন।দোয়া মোনাজাত শেষে সভাপতির সমাপনী বক্তব্য মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 
















