
মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেন, এত গুলো কোমলমতি শিক্ষার্থীর এমন বেদনাদায়ক প্রাণহানী কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। এত বড় দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করে দিয়েছে।
মোস্তফা আমীর ফয়সল বার্ন ইন্সটিটিউটসহ রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সুনিশ্চিতের আহ্বান জানান। তিনি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
জাকের পার্টি চেয়ারম্যান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোক–সন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজন এবং সহপাঠীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
মোস্তফা আমীর ফয়সল নিহত ও আহতদের পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 
















