
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মানিক মিয়া (৫৫), পঞ্চাশ গ্রাম, শানখলা ইউনিয়ন, চুনারুঘাট রফিকুল ইসলাম (৩০), কাটখাল গ্রাম, বানিয়াচং।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ওই এলাকায় জমি কিনে একটি বহুতল ভবনের নির্মাণকাজ করছেন। ওই ভবনের সেপটিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নির্মাণ শ্রমিক মানিক ও রফিকুল নিচে নামেন।
তবে তাঁরা বুঝতে পারেননি যে, নিচে বিষাক্ত গ্যাস জমে আছে। কিছুক্ষণের মধ্যেই দুজনেই অচেতন হয়ে পড়েন এবং আর উঠে আসতে পারেননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় দুই মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলাম জানান ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক মারা যান।”
দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে। আহত ঠিকাদার মোবাশ্বির মিয়ার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 
















