
রাজবাড়ী গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পুলিশ। আজ বুধবার (৯ই জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার ৮ই জুলাই বিকালে গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাকা রাস্তার উপর হইতে দুই জন মাদক কারবারি কে ফেন্সিসিডিলের বোতল সহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন উত্তর দৌলতদিয়া সানাউল্লাহ ফকির পাড়া মোঃ নায়েব আলি সরদারের ছেলে মোঃ আসাদুল সরদার (২৮) ও মোঃ আজিজুল মন্ডলের ছেলে, মোঃ সোহাগ ফয়সাল (৩০)। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 
















