
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত একাধিক সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার এএসআই নজরুল ইসলাম, এএসআই নাহিদুর রহমান, এএসআই জামাল উদ্দিন, এএসআই আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলায় রবিবার (৬ জুলাই) অভিযান পরিচালনা করে সিআর ৩৬/২১ (শ্রী.) সাজা পরোয়ানা এবং সিআর ৩৩/২১ (শ্রী.) সাজা পরোয়ানার পলাতক আসামি সজল কান্তি ঘোষ, জিআর ৫৫/২০ (শ্রী.) সাজা পরোয়ানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নয়ন মিয়া, জিআর-৬৪/২২ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সোহেল মিয়া (২৮), সিআর-২৬১/২০২৫ (শ্রী.) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তার সকল আসামি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।