
(৫জুলাই ২০২৫)রাত ৯ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজাকে কুপিয়ে জখম করে রিপন আকন ও তার স্ত্রী সোনিয়া বেগম।
সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায় বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরিচন্না (বারঘর) গ্রামের দুলালের পুত্র জাকারিয়া জমিজমা সংক্রান্ত ব্যপারে চাচা রিপন মিয়ার ঘরে জমির দলিল দেখতে গেলে ক্ষিপ্ত হয়ে রিপন মিয়া ও তার স্ত্রী ধারালো অস্ত্র কুঠাড়, দা, সরতা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে ভাতিজা জাকারিয়া মাথায় ও শরীরে মারাত্মক যখম হয়। রিপনের ভাই দুলাল মিয়াও এসময় আঘাত প্রাপ্ত হয়।
এ ব্যপারে সুলতান আহমেদ,( নানা) জানান, জাকারিয়া নাতী ও জামাতা দুলাল আকনকে বে-ধরক মারধোর করে, ধারালো অস্ত্র দিয়ে জাকারিয়াকে মাথায় মারাত্মক যখম করে। আহত হয়েছেন আরও সখিনা বেগম জাকারিয়ার মা। হামলাকারীরা হলেন, চাঁচি সোনিয়া বেগম, সোনিয়ার স্বামী রিপন আকন (চাচা), রিপনের আকনের শালা ইব্রাহীম, সোনিয়ার মামা আনোয়ার, আলামিন ভাগ্নে, সোনিয়ার মামা আনোয়ার বুকে উঠে লাথি মারে ও কোপ দেয় এলোপাথারীভাবে।
মারাত্মক আহত জাকারিয়া এখন বরগুনা জেনারেল হাসপাতালে মৃতপ্রায় অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রিপন আকন ও তার স্ত্রী সোনিয়া উগ্র ও খারাপ চরিত্রের লোক। তারা প্রায়ই এরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পারিবারিক ভাবে আতংক তৈরি করে।
এব্যপার ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানায় বরগুনা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বরগুনা থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তারা জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ মেজবাহ উদ্দিন মাসুমঃ 
















