
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার এর পাঁচতলা নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
১৫ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রি-প্রাইমারী থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।গত ২১ অক্টোবর ২০২৪ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। ভবিষ্যতে ক্রমান্বয়ে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায় পর্যন্ত শ্রেণি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এই ধারাবাহিকতায়, আজ শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’-এর পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ -সুবিধাসম্পন্ন এই ভবনের কাজ ২০২৬ সালের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির এই অবকাঠামোগত সম্প্রসারণ শিক্ষা কার্যক্রমের উন্নতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।