
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (৪’জুলাই ২৫) বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. এম.এ. মান্নান এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,উপজেলা মিডিয়া ও অফিস সম্পাদক আব্দুর সবুর, উপজেলা যুব বিভাগের ক্রিড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল এবং সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন:”বর্তমান সময়ে দেশের যুব সমাজ এক চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। মাদক, অপসংস্কৃতি ও বেকারত্বের কারণে তারা বিপথে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেছে। তরুণদের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা যুবকই পারবে দেশ ও জাতির মুক্তির অগ্রপথিক হতে।”
সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন:”আমরা একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক যুব সমাজ গড়ে তুলতে চাই, যারা সমাজ পরিবর্তনের জন্য আত্মনিয়োগ করবে। যুব নেতাদের উচিত নিজেদের চিন্তা-চেতনা ও কর্মপদ্ধতিকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা।”
বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা, ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধিও যুব কার্যক্রমের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মোঃ হালিম মিয়া, নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি: 
















